- ভাষা সৈনিক অধ্যক্ষ হোসেন আলী সড়ক, নতুন বাজার, বরিশাল।
- সকাল ১০.০০ - বিকাল ৪.০০
শনিবার - বৃহস্পতিবার
পোশাকের নিয়মাবলী
ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় কর্তৃক নির্ধারিত ইউনিফরম
প্রাক-প্রাথমিক – ৫ম শ্রেণি:
মেয়ে : বাদামী রং এর শার্ট, কালো স্কার্ট, সাদা মোজা, সাদা জুতা।
ছেলে : বাদামী রং এর শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট,
কালো মোজা, সাদা জুতা।
সোয়েটার : গাড় নীল সোয়েটার (স্কুলের লোগো সহ)।
জুতা : সাদা।
মোজা : কালো।
৬ষ্ঠ শ্রেণি – ৮ম শ্রেণি:
মেয়ে : বাদামী রং এর এপ্রোন এবং কামিজ, সাদা পায়জামা, সাদা ওড়না।
ছেলে : বাদামী রং এর শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট
কালো মোজা, সাদা জুতা।
সোয়েটার : গাড় নীল সোয়েটার (স্কুলের লোগো সহ)।
জুতা : সাদা।
মোজা : কালো।
খেলাধুলার পোশাক (প্রাক প্রাথমিক – ৮ম শ্রেণি):
সকল শিক্ষার্থী গেমস ক্লাসে গাঢ় নীল টি-শার্ট ও প্যান্ট এবং সাদা কেডস পড়বে।
শিক্ষার্থীদের চুলের কাট ও বেল্ট:
- ছেলেদের চুলের কাট অবশ্যই যথাযথ হতে হবে। চুল কানের উপরে থাকবে এবং কপাল যেন ঢেকে না থাকে অথবা পিছনে ঝুলে না থাকে সেদিকে সচেতন থাকতে হবে। রুচিশীল ও মার্জিত বেল্ট ব্যবহার করতে হবে।
- কোন শিক্ষার্থী চশমা ব্যবহার করলে চশমার ফ্রেম অবশ্যই রুচিশীল ও মার্জিত হতে হবে।
- মেয়েরা নেইলপলিশ, মেহেদী, মেক-আপ (এমনকি কাজল)/ কোন প্রকার প্রসাধনী সামগ্রী ব্যবহার করে বিদ্যালয়ে আসতে পারবে না।
- চুল রঙ করা, উজ্জ্বল করা, ভ্রু প্লাগ করে বিদ্যালয়ে আসা যাবে না। সাদা ফিতা দিয়ে দুই বেণী (বড় চুল হলে) / দুই ঝুঁটি করবে।